কাদিয়ানিরা বিশ্বাস করে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি হচ্ছে একজন নবী তার কাছে কোরানের মতো একটি গ্রন্থ নাজিল হয়েছে। তারা দাবী করে ঈসা আঃ মারা গিয়েছেন, কাশ্মীরে তাঁর কবর অবস্থিত। হাদীসে কিয়ামতের পূর্বে যেই ঈসা ইবনে মরিয়ম আঃ আগমনের কথা বলা হয়েছে, সে পূর্বের আগমন কৃত ঈসা আঃ নয়, বরং কাদিয়ানি হচ্ছে হাদীসের ভবিষ্যত বানীকৃত ঈসা, ওরপে মসীহ ঈসা। কাদিয়ানির দাবী সে একই সাথে ইমাম মাহাদী, একজন নবী, উম্মতি নবী এবং ঈসা আঃ। কাদিয়ানিদের বিভিন্ন যুক্তি খন্ডন করা হয়েছে এই ব্লগটিতে, তাদের যুক্তি কতই না হাস্যকর! এছাড়া ইমাম মাহাদী সম্পর্কে সহীহ হাদীসে যেসব কথা বলা হয়েছে, সেসব বর্ণনাও দিয়েছি, সাথে দাজ্জাল সম্পর্কেও খুবই ক্ষুদ্রভাবে আলোচনা আছে এই ব্লগে। পাঠকদের বলব, পর্ব-১ থেকে পড়া শুরু করবেন, এতে বুঝতে সহজ হবে।
Please mention where he mentioned a book like quran has been arrived on him!!!
ReplyDeleteবারাহিনে
Deleteআহমদিয়া